অক্টোবর ২০, ২০২০
প্রতারণার দায়ে গাবুরার নুরুল গ্রেপ্তার
ডেস্ক রিপোর্ট : একাধিক ব্যক্তির থেকে চাকুরির প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের টাকা নিয়ে প্রতারণার অভিযোগে নুরুল ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামের আব্দুস সামাদের ছেলে। মঙ্গলবার গভীর রাতে গোপালগঞ্জ জেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. ইয়াসিন আলম চৌধুরী জানান, ‘নুরুল ইসলামের বিরুদ্ধে চাকুরি দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার ২০টি লিখিত অভিযোগ রয়েছে আমাদের হাতে। এই অভিযোগের প্রেক্ষিতে গোপন সংবাদের সূত্রে মঙ্গলবার গভীর রাতে তাকে গোপালগঞ্জ জেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে। সে বহুদিন যাবৎ পালিয়ে ছিল’। ওই গোয়েন্দা কর্মকর্তা আরও জানান, ‘গ্রেপ্তারকৃত নুরুল ইসলাম সরকার দলীয় উচ্চপর্যায়ের নেতাদের সাথে ছবি তুলে তাদের নাম ভাঙিয়ে প্রতারণা চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে আগের দুটি প্রতারণার মামলাও রয়েছে। একাধিক প্রতারণার অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে মামলা রুজুর প্রক্রিয়া চলছে’। 8,943,446 total views, 21,234 views today |
|
|
|