Site icon suprovatsatkhira.com

নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে আশাশুনিতে মানববন্ধন

সমীর রায়, নিজস্ব প্রতিনিধি : ‘গর্জে ওঠো, রুখে দাঁড়াও ধর্ষকের হাত থেকে সমাজ বাঁচাও’ এ ¯েøাগানকে সামনে রেখে দেশব্যাপী নারী নির্যাতন-ধর্ষণের বিরুদ্ধে আশাশুনিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সকালে আশাশুনি থানা সড়কে দীর্ঘ এ মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ ছাত্রলীগের আশাশুনি উপজেলা শাখার নেতৃবৃন্দ। ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধনে বক্তব্য রাখেন, ছাত্রলীগের সভাপতি আসমাউল হুসাইন, সাংগঠনিক সম্পাদক মিথুন ইসলাম, কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীর রহমান রাজ, ছাত্রলীগ নেতা সাইমুন ইসলাম তারিক, আল বায়েজিদ সোহাগ, আবু রায়হান সুমনসহ বিভিন্ন ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ। বক্তারা বলেন, বাংলাদেশ ছাত্রলীগ নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে নীতিগতভাবে প্রতিষ্ঠা লগ্ন থেকে সোচ্চার থেকে আসছে। ধর্ষকের শাস্তির গণ-দাবিকে সমর্থন করে আমরাও প্রতিটি ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি জানাই। কিন্তু জামায়াত-শিবির ও কিছু বাম সংগঠন এই গণ-দাবির মধ্যে ঢুকে ষড়যন্ত্র করে আন্দোলনটিকে সরকার পতন আন্দোলনে রুপান্তরিত করার যে পাঁয়তারা করছে সেটা কখনই মেনে নেওয়া হবে না। জামায়াত-শিবির চক্র দেশকে আবার অস্থিতিশীল করার অপচেষ্টা করলে বাংলাদেশ ছাত্রলীগ তাদের রাজপথেই প্রতিহত করবে। মানববন্ধন শেষে ছাত্ররা একটি বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version