Site icon suprovatsatkhira.com

নারী ও শিশুর প্রতি সহিংসতা মোকাবেলায় ইন্টারফেস সভা

নিজস্ব প্রতিনিধি : প্রকল্পে নারী ও শিশুর প্রতি সহিংসতা মোকাবেলায় লাবসা ইউনিয়ন পরিষদ কর্তৃক পরিসেবা প্রাপ্তি ও জবাবদিহিতা নিশ্চিত করণে ইন্টারফেস সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সদরের ১৩নং লাবসা ইউনিয়ন পরিষদের হলরুমে সহায় ও মানুষের জন্য ফাউন্ডেশন এ সভার আয়োজন করে। সিডা’র অর্থায়নে স্যোসাল সাপোর্ট কমিটির জান্নাতুল ফেরদৌস বিউটি’র সভাপতিত্বে ইন্টারফেস সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরা’র জেলা প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা। ‘লাবসা ইউনিয়নের ১০টি গ্রামে সুশীল সমাজ এবং সরকারি প্রতিষ্ঠান সমূহ শক্তিশালী করণের নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলা প্রকল্পে নারী ও শিশুর প্রতি সহিংসতা মোকাবেলায় প্রকল্প বাস্তবায়ন করে আসছে। প্রকল্পের অংশ হিসাবে নারীর প্রতি সহিংসতা নিরসনে ইউনিয়ন পরিষদ কর্তৃক সেবা প্রদান এবং এলাকার জনগণের সেবা গ্রহণের মাত্রা গাণিতিক ভাবে নির্ণয় (কমিউনিটি স্কোর কার্ড) করার জন্য পরস্পরের উপস্থিতিতে ইন্টারফেস সভা অনুষ্ঠিত হয়। সেবাদাতা ও সেবা গ্রহীতাদের মধ্যে সেবার মান বৃদ্ধিতে করণীয় এবং ভবিষ্যতের জন্য কি কি সুপারিশ আছে সবার সামনে উপস্থাপন করায় সভার মূল উদ্দেশ্য’। ইন্টারফেস সভায় বক্তব্য রাখেন, লাবসা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল হান্নান, লাবসা ইউনিয়নের মহিলা ইউপি সদস্য ফেরদৌসি ইসলাম মিষ্টি, লাবসা ইউনিয়নের ০৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আসাদুজ্জামান আসাদ, অবসর প্রাপ্ত শিক্ষক মো. আলাউদ্দিন সরদার, লাবসা ইউনিয়নের সচিব মো. মতিউর রহমান, প্রকল্প সমন্বয়কারী মো. মেহেদী হাসান, জেলা বাল্যবিবাহ নিরোধ কমিটির জেলা প্রধান সাকিবুর রহমান, লাবসা ইউনিয়নের উদ্যোক্তা মেহেদী হাসান প্রমুখ। লাবসা ইউনিয়নের শিক্ষক, চিকিৎসক ও গণ্যমান্য ব্যক্তিসহ ৫০জন সেবাদাতা ও সেবা গ্রহীতা সভায় অংশ নেয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মো. শোকর আলী।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
error
fb-share-icon
Exit mobile version