অক্টোবর ৮, ২০২০
দেবহাটায় শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক কর্মশালা
দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক ভিডিও চিত্র ও ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সকাল ১০টায় জেলা তথ্য অফিসের আয়োজনে ও উপজেলা পরিষদের সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীনের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা আওয়মী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান। জেলা তথ্য অফিসের ঘোষক মনিরুজ্জামানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোজাম্মেল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আব্দুল লতিফ, দেবহাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, নব নির্বাচিত সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হাসান, সমবায় কর্মকর্তা আকরাম হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, দেবহাটা সরকারি পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, দেবহাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার দাশ, সখিপুর আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তবিবুর রহমান প্রমুখ। 7,988,142 total views, 4,412 views today |
|
|
|