দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা এডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৪ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল লতিফের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, দেবহাটা প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি আব্দুর রব লিটু, উপজেলা সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, স্বাস্থ্য পরিদর্শক আজিজুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার শরিফ মোহাম্মাদ তিতুমীর, মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী, দেবহাটা থানার এস.আই হাসিনা খাতুন, সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আমজাদ হোসেন প্রমুখ।
দেবহাটায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এডভোকেসি ও পরিকল্পনা সভা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/