কাদের মহিউদ্দীন : দেবহাটার টাউনশ্রীপুরে বিজিবির অভিযানে ৬শ’ ৭০ বোতল ফেন্সিডিল ও ২ বোতল বিদেশী মদ জব্দ করা হয়েছে। তবে বিজিবি এ সময় কোন মাদক কারবারিকে আটক করতে পারেনি। জব্দকৃত মাদকদ্রব্যগুলো বিজিবির হেডকোয়ার্টারে জমা দেয়া হবে বলে বিজিবি জানায়। দেবহাটার টাউনশ্রীপুর বিজিবির সুবেদার সাহেব আলী জানান, বুধবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে নিয়মিত টহল প্রদানের অংশ হিসেবে সুবেদার সাহেব আলীসহ সঙ্গীয় বিজিবি সদস্যরা টহল প্রদানের সময় টাউনশ্রীপুর সীমান্তবর্তী ওয়াপদার ভেড়ীর উপর থেকে ৩ বস্তা ভারতীয় ফেন্সিডিল (৬শ’ ৭০ বোতল) ও ভারতীয় ২ বোতল মদ উদ্ধার করেন। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়। সুবেদার সাহেব আলী আরও জানান, ‘মাদকদ্রব্যগুলো বিজিবির হেডকোয়ার্টারে জমা প্রদান করা হচ্ছে’।