Site icon suprovatsatkhira.com

দেবহাটায় গ্রাম ডাক্তার কল্যান সমিতির কমিটি গঠন

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যান সমিতির কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার রাত ৮টায় দেবহাটা থানা সংলগ্ন আহছানিয়া চিকিৎসালয়ে উক্ত কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে উপজেলা গ্রাম ডাক্তার কল্যান সমিতির সভাপতি ডা: শেখ আক্তার হোসেনের সভাপতিত্বে ও জেলা কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রাম ডাক্তার কল্যান সমিতির জেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল গফ্ফার। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরী, গ্রাম ডাক্তার কল্যান সমিতির জেলা কমিটির প্রতিনিধি এসএ হাসান, অনির্বান সরকার, আল আমিন হাসান, সাহিদ হাসান প্রমুখ। সভায় গ্রাম ডাক্তার কল্যান সমিতির উপজেলা কমিটির সভাপতি শেখ আক্তার হোসেন, সাধারণ সম্পাদক শফিউল আলম, এবং আব্দুল হাই, মনিরুজ্জামান মনি, নজরুল ইসলাম ও রফিকুল ইসলামকে সদস্য করে ৫ সদস্য কমিটি গঠন করা হয়। এছাড়া কুলিয়া ইউনিয়ন কমিটির আহবায়ক শোকর আলী, সদস্য সচিব হাফিজুর রহমান, সদস্য রবিউল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন কমিটির আহবায়ক প্রশান্ত বিশ্বাস, সদস্য সচিব দিপঙ্কার সরকার, সদস্য খালিদ হাসান, সখিপুর ইউনিয়ন কমিটির আহবায়ক সত্যপদ মজুমদার, সদস্য সচিব শেখ মাসুদ পারভেজ, সদস্য আব্দুল গনি, নওয়াপাড়া ইউনিয়ন কমিটির আহবায়ক কাজী সামসুল হক, সদস্য সচিব শেখ মনিরুল ইসলাম, সদস্য বেল্লাল হোসেন এবং দেবহাটা সদর ইউনিয়ন কমিটির আহবায়ক আরিফুল ইসলাম, সদস্য সচিব আবুল কালাম ও জাহাঙ্গীর আলমকে সদস্য করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version