অক্টোবর ১৪, ২০২০
দুর্গা পূজা উপলক্ষে কালিগঞ্জে প্রশাসনের মতবিনিময় সভা
নিজস্ব প্রতিনিধি : আসন্ন দুর্গা পূজা উপলক্ষে কালিগঞ্জ উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক রাসেলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রাণী ঘোষ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র মেডিকেল অফিসার ডা. মোয়াজ আবরার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিম হোসেন, তারালী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট, দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান প্রশান্ত সরকার, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান আকলিমা খাতুন লাকি, কুশুলিয়া ইউপি চেয়ারম্যান এবাদুল ইসলাম, রতনপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক সনৎ কুমার গাইন, সাধারণ সম্পাদক ডা. মিলন কুমার ঘোষ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি গোবিন্দ মন্ডল, সাধারণ সম্পাদক অসিত সেন, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, প্রেসক্লাবের তথ্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আহম্মাদ উল্ল্যাহ বাচ্চু প্রমুখ। 8,952,127 total views, 7,877 views today |
|
|
|