অক্টোবর ১৪, ২০২০
দরগাহপুরে ডিআরআরএ সংস্থার দিনব্যাপী ওরিয়েন্টেশন
ডেস্ক রিপোর্ট : আশাশুনি উপজেলার দরগাহপুরে ‘‘অ্যাকসেসেবল ওয়াশ ফিউসার্চ ইউজিং ইউনির্ভাসেল ডিজাইন’’ বিষয়ে দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় ডিজএবল্ড রিহ্যাবিলিটেশন এন্ড রিসার্চ এসোসিয়েশন (ডিআরআরএ) সংস্থার আয়োজনে ওয়াল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় ও অস্ট্রেলিয়ান এইড এর আর্থিক সহায়তায় দরগাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। ইউপি সচিব মুন্সি: মাহফুজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার গাজি সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, ওয়ার্ল্ড ভিশন আশাশুনি উপজেলার সমতা প্রকল্পের প্রোগ্রাম অফিসার হারুন অর-রশিদ, ডিআরআরএর সমতা প্রকল্পের ডিআইটি নীলোৎপল মন্ডল, এডিআইএফ আক্তারুল ইসলাম, একাউন্টস অফিসার মোস্তাফিজুর রহমান। ডিআইএফ মো: সিরাজুল ইসলমের পরিচালনায় ওরিয়েন্টেশনে ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, ইউপি সদস্যা, সেল্ফ হেল্প গ্রæপ এর প্রতিবন্ধী ব্যক্তি ও সিবিও সদস্যবৃন্দ স্বত:স্ফ‚র্তভাবে অংশগ্রহণ করেন। ওরিয়েন্টেশন শেষে ফিংড়ি ইউনিয়নের প্রতিবন্ধী সংগঠনের পক্ষ থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন সেবায় ব্যয় বাবদ ইউপি চেয়ারম্যানের হাতে ২০২০-২০২১ সালের বরাদ্দকৃত বাজেট তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রতিবন্ধী সেবার বিষয়ে বিষয়ে স্মারকলিপি প্রদান করেন ফিংড়ি শাপলা প্রতিবন্ধী উন্নয়ন কমিটির সভাপতি স্বরজীত কুমার বিশ্বাস। 8,951,699 total views, 7,449 views today |
|
|
|