অক্টোবর ১০, ২০২০
তালা বøাড ব্যাংকের ২য় বর্ষপূতি উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
সৌমেন মজুমদার, তালা প্রতিনিধি: ‘মুমুর্ষ রোগীর প্রাণের টানে, এগিয়ে আসুন রক্তদানে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনলাইন ভিত্তিক বøাড ব্যাংক তালা বøাড ব্যাংকের ২য় বর্ষপূতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র্যালী শিল্পকলা একাডেমি মিলনায়তন হতে বের হয়ে তালা উপশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমি চত্তরে এসে শেষ হয়। র্যালী শেষে শিল্পকলা একাডেমি হলরুমে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের মাধ্যমে ২য় বর্ষপূর্তী উদযাপন করা হয়। তালা বøাড ব্যাংকের এডমিন সদস্য এসএম নাহিদের পরিচালনায় তালা উপজেলা নির্বাহী অফিসার মো: ইকবাল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। এডমিন প্যানেল সমম্বয়ক অসিম রায় এর সার্বিক ব্যবস্থাপনায় এবং এডমিন সদস্য সৌমেন মজুমদার, আব্দুল্লাহ আল মামুন সৈকত, এসএম নাহিদ, মডারেটর আসলাম উদ্দিন, অমিত কুমার, কামরুল ইসলাম মাহিন, জুবায়ের ও সকল বøাড ডোনারদের এর সহযোগীতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, তালা সদর চেয়ারম্যান সরদার জাকির হোসেন, তালা প্রেসক্লাবের সভাপতি প্রণব ঘোষ বাবলু, তালা সদর প্রেসক্লাবের সভাপতি মো: আব্দুল জব্বার, সাংবাদিকবৃন্দ, তালা আদর্শ যুব সংঘের সভাপতি নজরুল ইসলাম, সাতক্ষীরা বøাড ফাউন্ডেশন সমন্বয়ক মইনুল ইসলাম মিঠু, সাতক্ষীরা বøাড ব্যাংকের প্রতিনিধি শাকিল ও রোজ সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠসের প্রায় ৩০০জন রক্তদানকারী ডোনার উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বক্তব্যে এডমিন প্যানেল সমন্বয়ক অসিম রায় বলেন, আমরা দূঃসময়ে মানুষের পাশে দাড়িয়ে রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচানোর চেষ্টা করি। গত ১০ অক্টোবর ২০১৮ সালে এই সংগঠনের সূচনার পর প্রথম বছরে ২৪১ ব্যাগ এবং ২য় বছরে সংগঠনটি ৪৮৫ ব্যাগ রক্ত প্রদান করে মানুষের পাশে দাড়াতে সক্ষম হয়েছি। উপস্থিত অতিথিবৃন্দ তাদের মূল্যবান বক্তব্যে তালা বøাড ব্যাংকের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করেন। সভাপতির সমাপনি বক্তব্য এবং কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়। মুমুর্ষ রোগীদের রক্তের প্রয়োজন হলে, অসীম কুমার রায় মোবাইল নং ০১৭১৮-৯৩০৮৬৯ এবং আব্দুল্লাহ আল মামুন সৈকত মোবাইল নম্বর ০১৭২৮-৮৫২৮৯ তে যোগাযোগ করতে অনুরোধ করা হলো। 8,017,293 total views, 2,346 views today |
|
|
|