তালা প্রতিনিধি : বিশ্ব দৃষ্টি দিবস-২০২০ উপলক্ষে তালায় ব্র্যাক আই কেয়ার উদ্যোগে ব্র্যাক ভিশন সেন্টার চক্ষু রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (০৮ অক্টোবর) দিনব্যাপী চলা ফ্রি আই ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা প্রদান করেন। দিনব্যাপী চলা এ চিকিৎসা ক্যাম্পটিতে উপস্থিত ছিলেন ব্র্যাক ভিশন সেন্টারের এরিয়া ম্যানেজার মনির হোসেন মোল্লা, তালার ব্র্যাক ভিশন টেকনিশান জেসমিন নাহার, প্রোগ্রাম অর্গানাইজার তাপস দেবনাথ, অফিস সহকারী সেলিম হোসেন প্রমুখ। এ সময় রোগীদের চোখের সমস্যা চিহ্নিত করে চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয়।
7,988,365 total views, 132 views today