তালা প্রতিনিধি : সারাদেশব্যাপী ধর্ষণ ও যৌন নিপীড়নের প্রতিবাদে তালায় মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকালে তালা উপজেলার সুজনশাহা, গোপালপুর, বাউখোলা, ঘোনা, ভাগবাহ ও নলতা পল্লী সমাজের আয়োজনে ইসলামকাটী ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামকাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুভাষ চন্দ্র সেন। এ সময় ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর পিওসিইপি মোরশেদা রহমান, ঘোনা পল্লী সমাজের সভা প্রধান আরিফুর নাহার, গোপালপুর পল্লী সমাজের সভা প্রধান অনিমা রানী রায়, বাউখোলা পল্লী সমাজের সভা প্রধান রাবেয়া খাতুন, ভাগবাহ পল্লী সমাজের সভা প্রধান মাসকুরা বেগম, নলতা পল্লী সমাজের সভা প্রধান শাহিদা বেগম, সুজনশাহা পল্লী সমাজের সভা প্রধান শিলা রানী রায়সহ শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে ঘোনা পল্লী সমাজের সভা প্রধান আরিফুর নাহার তালা উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেনের কাছে স্মারকলিপি প্রদান করেন।