মাগুরা (তালা) প্রতিনিধি : তোমার ইচ্ছায় বদলে যাবে,গ্রাম তোমার শহর হবে’ এই প্রতিবাদের কে সামনে রেখে, আলোকিত চরগ্রাম এর উদ্যোগে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।উক্ত ফাইনাল খেলাটিতে যে দুটি দল অংশগ্রহণ করে। যার একদিকে মাদরা ফুটবল একাদশ এবং অন্যদিকে বারুইহাটি ফুটবল একাদশ প্রতিদ্বন্দ্বিতা করে।
১৬ অক্টোবর শুক্রবার বিকালে আলোকিত গ্রামের আয়োজনে এ খেলার উদ্বোধন করেন তালা শহীদ মুক্তিযুদ্ধা মহাবিদ্যালয় এর অধ্যক্ষ এনামুল ইসলাম।
উক্ত খেলাটিতে পাড় আকরাম হোসেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, তালা সদর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন, মাগুরা ইউনিয়নের চেয়ারম্যান গণেশ দেবনাথ, তালা উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাংবাদিক জব্বার হোসেন, ইউপি সদস্য রোকনুজ্জামান, তালা উপজেলা ওয়ারর্কাস পাটির সাধারন সম্পদক হিরণময় মন্ডল প্রমুখ।
উক্ত খেলার বারইহাটি ফুটবল একাদশ কে হারিয়ে, মাদরা ফুটবল একাদশ তিন গোলে জয়লাভ করে। খেলাটিতে প্রথম গোলদাতা সজল, ম্যান অব দ্যা সবুজ গাজী, ম্যান অফ দ্যা টুর্নামেন্ট অসীম মন্ডল।