কাদের মহিউদ্দীন : দেবহাটা উপজেলার টাউনশ্রীপুর পালপাড়ার উপর দিয়ে প্রবাহিত গোপাখালী নদীর উপর নির্মিত ব্রিজটি ঝুঁকিপূর্ণ হওয়ায় দ্রæত সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। তারা জানান, ১৯৯৯ সালে নির্মিত এই ব্রিজটি টাউনশ্রীপুর ও গোপাখালী মানুষের পারাপারের একমাত্র ব্রিজ। ইছামতি নদী থেকে প্রবাহ-মান গোপাখালী গ্রামের মধ্যদিয়ে প্রবাহিত নদীর উপর নির্মিত ব্রিজটি দিয়ে এলাকার স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রী ও মালামাল বাহনের জন্য খুবই জরুরী’। তারা আরও জানান, ‘পানির প্রবাহ-মান ে আঘাতে ব্রিজের পোল্ডার ক্ষতিগ্রস্ত ও ব্রিজের উভয় পাশের রেলিং ভেঙে পড়ায় ব্যাপক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যে কোন মুহ‚র্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা’। এজন্য অতি দ্রæত ব্রিজটি সংস্কার করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।