স্টাফ রিপোর্টার : সারাদেশের ন্যায় সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। রবিবার (০৪ অক্টোবর) সকাল ৮টায় এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত ২৪টি কেন্দ্রে ৩হাজার ৪শ’ ২২জন শিশুকে খাওয়ানো হয়েছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় জাতীয় পুষ্টি সেবা ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ক্যাম্পেইনে ৬-১১ মাস বয়সী ১টি নীল রংয়ের, ১২-৫৯ মাস বয়সী ১টি লাল রংয়ের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়। এ ইউনিয়নের ২৪টি স্থায়ী কেন্দ্রের মাধ্যমে ক্যাম্পেইনের কার্যক্রম পরিচালিত হয়। শিশুদের সুস্বাস্থ্যের বিষয়ে ঝাউডাঙ্গা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. তপন কুমার বিশ্বাস জানান, ক্যাম্পেইনের অংশ হিসেবে জন্মের পরপরই (এক ঘণ্টার মধ্যে) শিশুকে শাল-দুধ খাওয়ানোসহ প্রথম ৬ মাস শিশুকে শুধু মায়ের দুধ খাওয়ানো এবং শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পরিমাণ মত ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানোর বিষয় ও নিয়মিত পোলিও, টিকা দেওয়ার পরামর্শ দেন।
ঝাউডাঙ্গায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/