Site icon suprovatsatkhira.com

জেলা পরিষদের অর্থায়নে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা পৌর সভার ৫নং ওয়ার্ড গড়েরকান্দা কলপাড়া মোড়ে জেলা পরিষদের অর্থায়নে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকাল ৫টায় প্রধান অতিথি হিসেবে নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিলন, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, সাবেক ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সবুর সরদার, গড়েরকান্দা আঞ্চলিক কমিটির সভাপতি নূর ইসলাম লালটু, আব্দুল মুজিদ, শেখ কবির হোসেন, মো. করিম সরদার, কুমারেশ, খোকন, নুরুজ্জামান, তপন বাছাড়, আমিন উদ্দীন, মো. আব্দুল করিম, নূরুল ইসলাম, মো. সামছুর রহমান, ৫নং ওয়ার্ড শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইছহাক সরদার, মো. ইয়াহিয়া, শেখ রাসেল শিশু কিশোর পরিষদ জেলা শাখার যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক রুহুল আমিন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন, পৌর আওয়ামী লীগের সাবেক কার্যকারী সদস্য মো. সবুর খান। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, গড়েরকান্দা কলপাড়া মোড় এলাকায় এ ড্রেন নির্মাণের মাধ্যমে দ্রæত পানি নিষ্কাশন হবে। বর্তমান সরকার উন্নয়নের সরকার। রাস্তাঘাট, শিক্ষা, বিদ্যুৎ, চিকিৎসা এমন কোনো সেক্টর নেই যেখানে শেখ হাসিনা সরকারের উন্নয়নের ছোঁয়া লাগেনি। দেশ ব্যাপী জেলা পরিষদের অর্থায়নে এ ধরনের উন্নয়ন মূলক কাজ চলমান রয়েছে। শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলে দেশের সকল উন্নয়ন অব্যাহত থাকবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version