নিজস্ব প্রতিনিধি : আশাশুনির বদরতলা সনাতন ধর্ম জাগরণী সংঘের চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে মোমবাতি র্যালি ও মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় বদরতলা সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণে প্রাক্তন শিক্ষক সুনীল কুমার বর্মনের সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অসিম বরণ চক্রবর্তী। শিক্ষক সুশান্ত কুমার দাশের স্বাগত বক্তব্য শেষে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেহেরপুরের গাংনী থানার সাবেক অফিসার ইনচার্জ হরেন্দ্র নাথ সরকার (পিপিএম), সংঘের উপদেষ্টা বাসুদেব সরকার, সনাতন ধর্ম জাগরণী সংঘের সভাপতি কানাই লাল মন্ডল, ব্যাংকার বিমল চন্দ্র সানা। প্রভাষক রবীন্দ্র নাথ সরকারের উপস্থাপনায় এর আগে সংঘের ৪থ বছরে পদার্পণ উপলক্ষে একটি মোমবাতি র্যালি মন্দির থেকে শুরু হয়ে একই স্থানে ফিরে এসে ফানুস উড়িয়ে দেশের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করে।