অক্টোবর ১৭, ২০২০
জনগণের সেবা দিতে পুলিশ বাধ্য: আপনাদের টাকায় আমাদের বেতন হয়- খুলনা রেঞ্জের পুলিশ সুপার
শেখ শাওন আহমেদ সোহাগ ও বাপ্পি সরকার : আপনারা পুলিশের পাশে থাকুন, পুলিশ কিন্তু সেই আগের মত আর নেই। পুলিশ এখন জনগণের বন্ধু। আপনাদের যে কোন বিপদে, পুলিশ আপনার পাশে থেকে সাহায্যে করবে সবার আগে। জনগণের সহযোগিতা করতে আমরা বাধ্য। আপনাদের টাকায় আমাদের বেতন হয়। জনগণ সরকারকে যে ট্যাক্স দেয়, জমির খাজনা দেয়, ফসল উৎপাদন করে সেসব থেকে পুলিশের বেতন হয়। পুলিশ মানুষের সেবা দেবে, নিরাপত্তা দেবে এবং যারা অপরাধী তাদের আইনের আওতায় আনবে। শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১১ টার দিকে কালিগঞ্জের তারালী ও চাম্পাফুল ইউনিয়নে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশে খুলনা রেঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ তোফায়েল আহমেদ এসব কথা বলেন। নারী নির্যাতনের বিভিন্ন বর্ণনা দিতে গিয়ে তিনি আরও বলেন, আমি এখনও বলব সমাজে আমার মায়েরা যথেষ্ট নির্যাতনের শিকার হচ্ছে। তবে এই নির্যাতন রোধ করতে জনগণকে এগিয়ে এসে পুলিশকে সহযোগিতা করতে হবে। নারী নির্যাতন সহ যে কোন অপরাধ আপনাদের চোখের সামনে ঘটলে মাত্র দুইটি টাকা খরচ করে বিট অফিসার কিংবা ওসিকে ফোন দেবেন, দেখবেন তাৎক্ষণিক কাজ হয়ে যাবে। চাম্পাফুল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক মোজামের সভাপতিত্বে ও পূর্ব চাম্পাফুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মুস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেলে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মোহাম্মদ ইয়াছিন আলী, থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন প্রমুখ। সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন জাতীয় পুরস্কার প্রাপ্ত শিক্ষক প্রাণ কৃষ্ণ সরকার, ইউপি সদস্য ঠাকুর দাস সরকার, সংরক্ষিত সদস্য রাধা রাণী অধিকারী, স্থানীয় বাসিন্দা রাজিয়া খাতুন, প্রিয়াঙ্কা বিশ্বাসসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরবর্তীতে অতিথিবৃন্দ তারালী ইউনিয়নে সভা করেন। সেখানে ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট’র সভাপতিত্বে এবং ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সরদার আশরাফুল ইসলামের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও উপজেলার প্রতিটি ইউনিয়নে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বলে আমাদের প্রতিনিধিরা জানান। 7,988,549 total views, 316 views today |
|
|
|