ডেস্ক রিপোর্ট : দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দীণ টুকু ও যুগ্ম সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়নের রোগ মুক্তি কামনায় সাতক্ষীরায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় শহরের সঙ্গীতা মোড়ে সদর উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা তাঁতীদলের সভাপতি রফিকুল আলম বাবু। এছাড়া সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি শাহীনুর রহমান শাহীন, সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আইনুল ইসলাম নান্টা, পৌর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. ফরিদ উদ্দীন, সদর উপজেলা যুবদলের খোরশেদ আলম, আলিমুজ্জামান, প্রিন্স, জিয়ারুল ইসলাম জিয়া, নূরুল ইসলাম বাবু, আফজাল, রুবেল, পৌর যুবদলের কামরুল ইসলাম, কবির, উজ্জ্বল সাধু, জামাল, হামিদ, রাজেশ, ইমামুল প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় বিশেষ বক্তা তার দেওয়া বিগত একটি বক্তব্য নিয়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্যে বলেন, বিএনপি ও জিয়া পরিবারের প্রতি তার আনুগত্যের পরিচয় তিনি অতীতেই দিয়েছেন। যখনই ও দল জিয়া পরিবারের প্রতি নির্যাতন ও ষড়যন্ত্র হয়েছে। তখনই তিনি দলের নেতা-কর্মীদের নিয়ে রাজপথে প্রতিবাদে সোচ্ছার ছিলেন। অথচ অনেকের খবর সেদিন ছিল না। কিন্তু তিনি যখন যুবদলের সাধারণ সম্পাদক হয়ে সদ্য ভূমিষ্ঠ বাচ্চাকে ফেলে দলের জন্য কারাগারে নির্যাতন ভোগ করছেন তখন একটি মহল বিষয়টি উচ্চ পর্যায়ে গোপন করে ও ভুল বুঝিয়ে তারা কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি নিয়ে আসে। বিষয়টি তিনি বর্ণনা করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে যদি কখনো কারো বিরুদ্ধে কোন আপত্তিকর মন্তব্য করেন, তার জন্য তিনি ক্ষমতা প্রত্যাশী। তিনি আরো বলেন, নেতৃত্ব আমি চাই না, দল ও জিয়া পরিবারের সেবক ও সমর্থক হয়ে আজীবন দলের পাশে থাকতে চাই। আলোচনা শেষে বেগম খালেদা জিয়াসহ কেন্দ্রীয় বিএনপি ও যুবদলের অসুস্থ নেতা-কর্মীদের আশু সুস্থতা কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন, হাফেজ শেখ কামরুল ইসলাম।
খালেদা জিয়াসহ কেন্দ্রীয় বিএনপির অসুস্থ নেতা-কর্মীদের সুস্থতা কামনায় দোয়া
https://www.facebook.com/dailysuprovatsatkhira/