অক্টোবর ১, ২০২০
খালিয়া প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন
খাজরা (আশাশুনি) প্রতিনিধি : আশাশুনির খাজরা ইউনিয়নের ৫৮নং খালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (০১ অক্টোবর ) সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত কমিটি গঠন অনুষ্ঠানে সংশ্লিষ্ট ক্লাস্টারের উপজেলা সহকারী শিক্ষা অফিসার শাহাজান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আশাশুনি উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার আবু সেলিম। প্রধান শিক্ষক মেহেদী হাসানের সঞ্চলনায় কমিটি গঠন অনুষ্ঠানে ১০৩ বৈধ অভিভাবক সর্বসম্মতিক্রমে বিদ্যোৎসাহী সদস্য নুরুল ইসলাম, মাছুরা খাতুন, অভিভাবক সদস্য পুরুষ পদে মো. ইয়াসিন ও আব্দুর রহমান, অভিভাবক সদস্য মহিলা পদে নাসরিন সুলতানা, ইসমতারা, শিক্ষক প্রতিনিধি সহকারী শিক্ষক মিনতী রায়, ইউপি সদস্য পদাধিকার বলে ৪নং ওয়ার্ডের সদস্য রামপদ সানা, জমি দাতা সদস্য আব্দুল হাই, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি গনেশ চন্দ্র বৈদ্য, সদস্য সচিব প্রধান শিক্ষক মেহেদী হাসান নির্বাচিত হয়। পরে সকল সদস্যদের কণ্ঠ ভোটে অভিভাবক সদস্য খালিয়া গ্রামের আব্দুর রহমানকে সভাপতি নির্বাচিত করেন। এ সময় ৬২নং গদাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের, ৫৪নং ঘুঘুমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুজ্জামান, সহকারী শিক্ষক মনিন্দ্রনাথ মন্ডল, আয়ুব আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 8,951,452 total views, 7,202 views today |
|
|
|