নুরুল ইসলাম, খাজরা (আশাশুনি) প্রতিনিধি : আশাশুনির খাজরায় খাবারের খোঁজে লোকালয়ে ছুটে এসেছে একদল হনুমান। গত কয়েক দিন ধরে হনুমান দলটি ইউনিয়নের বিভিন্ন স্থানে ঘোরাফেরা করেতে দেখা গেছে। শনিবার (১০ অক্টোবর) সকালে ৪নং ওয়ার্ডের খালিয়া গ্রামের চায়ের দোকানে দেখা মেলে এই হনুমানের দলটির (৪টি)। তাদেরকে দেখতে ভীড় করছেন শিশু-নারীসহ নানা বয়সের মানুষ। স্থানীয় এলাকাবাসি জানায়, দেখতে আসা উৎসুক জনতার হৈ হুলে¬রে এই হনুমানের দলটি কখনও গাছের মগ ডালে অথবা বাড়ীর চালে বা ছাদে উঠে বসে। পথচারিরা কেউ কেউ রুটি,কেক,কলা ইত্যাদি খাবার তুলে দিচ্ছেন। স্থানীয়দের ধারণা খাবারের খোঁজে এই হনুমানের দলটি প¦াশ্ববর্তী দেশ ভারত থেকে ফলের গাড়িতে করে চলে আসতে পারে। অন্য দিকে বন্য হনুমানের দলটি মাঝে মধ্যে পথচারি,মুদি দোকান,টেলিকমের দোকানে নানা অঘটন ঘটিয়ে চলছে। শুক্রবার বিকালে রাউতাড়া ও খাজরা বাজারের টেলিকম দোকান থেকে হনুমানের দল দুটি মোবাইল ফোন ও মুদি ব্যবসায়ী আবুল হোসেনের দোকান থেকে এক প্যাকেট কেক নিয়ে যায়। শনিবার খালিয়া গ্রামের আলাউদ্দীনের মোবাইল ফোন নিয়ে নেয়। অনেক চেষ্টার পরে ফোন গুলো উদ্ধার করা হয়।