অক্টোবর ৮, ২০২০
কেরালকাতা ইউনিয়নের উপ-নির্বাচনে বিধি লঙ্ঘনের অভিযোগ
কলারোয়া প্রতিনিধি : কেরালকাতা ইউনিয়নের উপ-নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রার্থী স ম মোরশেদ আলীর বিরুদ্ধে নির্বাচনি বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। কেরালকাতা ইউনিয়নের উপ-নির্বাচনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আব্দুল রউফ নির্বাহী কর্মকর্তা বরাবর এ অভিযোগ করেছেন। বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সকালে নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ পত্রে তিনি জানান, নির্বাচন চলাকালীন সময় আমি শান্তিপূর্ণভাবে প্রচার প্রচারণা চালিয়ে আসছি। গত ৭ তারিখ বুধবার আনুমানিক রাত ৯টায় প্রতিদ্ব›দ্বী প্রার্থী মো. মোরশেদ আলী, কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান শাহজাদা, সাজেদুর রহমান খান চৌধুরীসহ বহিরাগতরা ৭০ থেকে ৮০টা মোটরসাইকেল ও একটি পিকআপ ভ্যান নিয়ে ইউনিয়নে প্রবেশ করে। ইউনিয়নের বিভিন্ন স্থান ঘুরে সাতপোতা বাজারে এসে একত্রিত হয়। সেখানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আমাকে এবং আমার কর্মীদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। আমি প্রতিবাদ করলে সংঘর্ষ হবার সম্ভাবনা ছিল। আমি পরিস্থিতি সামলাতে প্রশাসনের সাথে যোগাযোগ করে প্রশাসন আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, ‘নির্বাচনে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেয়া হবে না এবং সুন্দর পরিবেশে নির্বাচন শেষ করা হবে’। 7,987,955 total views, 4,225 views today |
|
|
|