অক্টোবর ৩, ২০২০
কুলিয়ায় ইউপি নির্বাচন উপলক্ষে কর্মী সমাবেশ অনুষ্ঠিত
কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি : আসন্ন আগামী পরিষদ নির্বাচনকে সামনে রেখে দেবহাটার কুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ আসাদুল হক-এর নির্বাচনি দ্বিতীয় বৃহত্তম কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৩ অক্টোবর) সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত কুলিয়া ইউনিয়নের গোবরাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টার মাঠে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়নের সকল শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে ওই কর্মী সমাবেশটি মুখরিত হয়ে ওঠে। কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিধান বর্মনের সঞ্চালনায় কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবর রহমান। সমাবেশে প্রধান বক্তা ছিলেন কুলিয়া ইউনিয়নের মানুষের সুদীর্ঘ সময়ের সুখ-দুঃখের সাথী বারবার নির্বাচিত সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুল হক। সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভোমরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহীদুল ইসলাম, দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত ও সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম সম্পাদক আজহারুল ইসলাম, অ্যাড. রফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা কৃষ্ণপদ সরকার, সাবেক ইউপি সদস্য ও যুবলীগ নেতা মোশারফ হোসেন, ইউপি সদস্য রওনাকুল ইসলাম রিপন, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাগফুর রহমান, সেন্ট্রাল হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ এফ এম আব্দুল্যাহ, সাবেক প্রধান শিক্ষক পরিমল গাতিদার। কর্মীদের মধ্যে থেকে সূর্যকান্ত গাতিদার, অনন্ত দাশ, নূর আলী মোড়ল, সাবেক প্রধান শিক্ষক সূধীর কৃষ্ণ মন্ডল বক্তব্য রাখেন। 7,963,627 total views, 6,852 views today |
|
|
|