নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জে সাংবাদিকদের সাথে সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে সভায় থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন বলেন, পুলিশের প্রতি সাধারণ জনগণের আস্থা ফিরে এসেছে। কালিগঞ্জ থানা পুলিশ এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গত এক মাসে থানায় মামলা হয়েছে ২৭ টি। এরমধ্যে নারী নির্যাতন ৪ টি, মাদক ৫ টি, পাসপোর্ট আইনে মামলা ১ টি, চুরি ৪ টি, অন্যান্য মামলা হয়েছে ১৩ টি। উদ্ধার হয়েছে ২ বোতল ফেন্সিডিল, ২ বোতল বিদেশি মদ, ১৭ বোতল দেশি মদ, ৪৯ পিস ইয়াবা ও ৩১ পিস প্যাথেডিল। অফিসার ইনচার্জ উপস্থিত সাংবাদিকদের নিকট থেকে থানা এলাকায় বিরাজমান সমস্যা ও অসংগতির বিষয় শুনে সেগুলো নিরসনে তাৎক্ষণিক ভাবে বিভিন্ন বিটে দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শক ও সহকারী উপ-পরিদর্শকদের নির্দেশনা প্রদান করেন। সমাজের সর্বত্র শৃঙ্খলা ফিরে আনতে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। মতবিনিময় সভায় রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, অর্থ সম্পাদক গাজী মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, নির্বাহী সদস্য অবসরপ্রাপ্ত অধ্যাপক সনৎ কুমার গাইনসহ উপজেলা এলাকায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বিভিন্ন বিটে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্য থেকে বক্তব্য রাখেন থানার উপ-পরিদর্শক চিন্ময় মন্ডল, সিহাবুল ইসলাম, ইমরান হোসেন, ওহিদুর রহমান, অর্পনা রাণী বিশ্বাস, জিয়ারাত হোসেন, তরুণ কুমার, সহকারী উপ-পরিদর্শক জিয়াউর রহমান, রাসেল মাহমুদ, মাসুম বিল্যাহ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে সাংবাদিকদের পক্ষ থেকে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হুসেন জেলার সেরা ওসি নির্বাচিত হওয়ায় তাকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
কালিগঞ্জে সাংবাদিকদের সাথে পুলিশের মতবিনিময়
https://www.facebook.com/dailysuprovatsatkhira/