Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে লাখ টাকার মিনিবার ফুটবল টুর্নামেন্টে পরানপুর বিলকিস এন্টারপ্রাইজ চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়নের খুব্দীপুর প্রাইমারি স্কুল মাঠে এ,কে লাল সংঘের আয়োজনে আট দলীয় লাখ টাকার মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৩ অক্টোবর) সকাল ১০ টায় দিনব্যাপী টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক শেখ ফিরোজ আলম। তীব্র প্রতিদ্ব›দ্বীপূর্ণ ফাইনালে কালিগঞ্জের উচ্ছেপাড়া দলকে টাইব্রেকারে পরাজিত করে শ্যামনগরের পরানপুর বিলকিস এন্টারপ্রাইজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এর আগে উচ্ছেপাড়া দল সেমিফাইনালে ভাই ভাই ব্রিক্স ফিল্ড ঢাকাকে এবং পরানপুর বিলকিস এন্টারপ্রাইজ পিএকে ক্লাবকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। প্রচুর সংখ্যক দর্শকের উপস্থিতিতে দুই শিফটের খেলা পরিচালনা করেন যথাক্রমে আবু হাসান এবং ফিফা রেফারি শেখ ইকবাল আলম বাবলু। টুর্নামেন্ট শেষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কালিগঞ্জ ইউনিটের সাধারণ সম্পাদক এসএম গোলাম ফারুক, ধারা-ভাষ্যকার ইসমাইল হোসেন মিলন ও শাহাজান সিরাজের সঞ্চালনায় এবং খুব্দীপুর এ.কে ক্লাবের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, দিপালী রাণী ঘোষ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. হাবিব ফেরদাউস শিমুল, ইউপি সদস্য ফজলুল হক, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক সাজেদুল হক সাজু প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version