মাজহারুল ইসলাম : কলেজ ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে কালিগঞ্জে সোহেল গাজী (২০) নামে এক ছাত্রলীগ নেতাকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। আটককৃত ওই ছাত্রলীগ নেতা উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামের এমাদুল গাজীর ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। এ ঘটনায় ভুক্তভোগী কলেজ ছাত্রীর পিতা একই ইউনিয়নের সাতবসু গ্রামের বাসিন্দা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন (মামলা নং-০৪)। ভুক্তভোগীর পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই ছাত্রী সরকারি খান বাহাদুর আহসান উল্লাহ কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। কলেজ দূরবর্তী হওয়ায় সে নলতা কলেজে ক্লাস করত। কলেজে যাওয়া-আসার পথে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল ভাড়াশিমলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল গাজী। বিষয়টি কলেজ ছাত্রী তার পরিবারের সদস্যদের জানান। এরপর কলেজ ছাত্রীর পরিবারের পক্ষ থেকে ছাত্রলীগ নেতা সোহেল গাজীর পরিবারকে জানানো হয়। কিন্তু সোহেলের পরিবার কোন পদক্ষেপ না নেওয়ায় সে আরও বেপরোয়া হয়ে ওঠে এবং কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করা অব্যাহত রাখে। এক পর্যায়ে গত ২ অক্টোবর দিবাগত রাতে ওই ছাত্রীর বাড়িতে কেউ না থাকার সুযোগে ছাত্রলীগ নেতা সোহেল ছাত্রীর ঘরে প্রবেশ করে তাকে উত্ত্যক্ত করতে থাকে। এ সময় স্থানীয় জনতা সোহেলকে আটক করে থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক অনুপ কুমার দাস ঘটনাস্থলে উপস্থিত হয়ে সোহেলকে আটক করে থানায় নিয়ে যায়। আটককৃত সোহেল গাজীকে শনিবার (০৩ অক্টোবর) বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে। ছাত্রলীগ নেতার পিতার দাবি মেয়েটির সাথে তার ছেলের প্রেমের সম্পর্ক ছিল। শুক্রবার তাকে ডেকে নিয়ে মামলায় ফাঁসানো হয়েছে। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কালিগঞ্জে যৌন হয়রানির অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেফতার
https://www.facebook.com/dailysuprovatsatkhira/