নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জে পরিবহণের চাকার নীচে মাথা দিয়ে নুরজাহান বেগম (৫৫) নামে এক মানসিক ভারসাম্যহীন নারী আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৩ টার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রামনগর গ্রামে। স্থানীয় সূত্র জানান, উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের মৃত মোনতেজ মোল্লার মানসিক ভারসাম্যহীন মেয়ে নুরজাহান বেগম কৃষ্ণনগর এলাকার রামনগর মোড়ে দাঁড়িয়ে ছিল। ওই সময়ে তার পাশ দিয়ে একটি পরিবহণ যাচ্ছিল। কিছু বুঝে ওঠার আগেই নুরজাহান হঠাৎ পরিবহণের পেছনের চাকায় মাথা ঢুকিয়ে দেয়। তাৎক্ষণিক আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তপূর্বক পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।