অক্টোবর ১৪, ২০২০
কালিগঞ্জে দুর্যোগ ও খাদ্য সংকট মোকাবেলায় গ্রামীণ নারীদের কৌশল প্রদর্শনী
নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জে গ্রামীণ নারী দিবস উপলক্ষে দুর্যোগ ও খাদ্য সংকট মোকাবেলায় গ্রামীণ নারীদের কৌশল প্রদর্শনীসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার সোহরাওয়ার্দী পার্ক চত্বরে নারী উন্নয়ন সংগঠন বিন্দুর উদ্যোগে ও খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক (খানি), বাংলাদেশ এবং ব্রেথ ফর দ্যা ওয়ার্ল্ড’র সহযোগিতায় এসব কর্মসূচি পালিত হয়। বিন্দুর পরিচালক জান্নাতুল মাওয়ার সভাপতিত্বে এ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাঈদ মেহেদী। এসময় তিনি বলেন, বাংলাদেশের সকল মানুষের জন্য সংস্কৃতি ভেদে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য খাদ্য অধিকার বিষয়ক আইন প্রণয়নের গুরুত্ব ও প্রয়োজনীয়তার পক্ষে জনমত, আগ্রহ তৈরি এবং আইন-প্রণেতা, জনপ্রতিনিধি, প্রশাসনিক পর্যায়ে সংবেদনশীলতা তৈরির লক্ষে অক্টোবর মাস জুড়ে দেশব্যাপী খাদ্য অধিকার প্রচারাভিযান চলে। খাদ্য অধিকার প্রতিটি মানুষের ক্ষুধা, খাদ্য নিরাপত্তাহীনতা এবং পুষ্টি বিষয়ক অধিকার রক্ষা করে। খাদ্য অধিকার একজন মানুষের অস্তিত্বের সাথে সম্পর্কিত উল্লেখ করে তিনি আরও বলেন, আমি ছোট বেলায় মাকে হারিয়েছি। তাই নারীরা কোন কাজে এগিয়ে আসলে আমি সব সময় তাদেরকে সহযোগিতা করে থাকি। পৃথিবীর সকল নারীকে আমি মায়ের চোখে দেখি। কালিগঞ্জের বিভিন্ন বাজারে সরকারিভাবে নারীদের জন্য আলাদা দোকান দেওয়ার জন্য জায়গা বরাদ্দ আছে। আপনারা চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করতে পারেন। আমি আপনাদেরকে সহযোগিতা করব। এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি সাজেদুল হক সাজু, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, সাংবাদিক আতিকুর রহমান, নারী উন্নয়ন সংগঠনের সদস্য জাকিয়া রাজিয়া, আম্বিয়া খাতুন, সামিউল ইসলাম প্রমুখ। সভা শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ প্রদর্শনী স্টল পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। এছাড়া সংগঠনের উদ্যোগে মানববন্ধন কর্মসূচিও পালন করা হয়। 8,947,534 total views, 3,284 views today |
|
|
|