নিজস্ব প্রতিনিধি : সারাদেশে ধর্ষণের প্রতিবাদে কালিগঞ্জে গণ-অনশন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সকালে নারী উন্নয়ন সংগঠন বিন্দুর উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে এ কর্মসূচি পালিত হয়। সংগঠনের পরিচালক জান্নাতুল মাওয়ার সভাপতিত্বে কর্মসূচিতে অংশগ্রহণ করেন সংগঠনের সদস্য আম্বিয়া খাতুন, জাকিয়া রাজিয়া, সামিউল ইসলাম, বিথি সুলতানা, জেসমিন খাতুন, রহিমা খাতুন, স্বপ্নীল ও শোভন। পরবর্তীতে তাদের সাতে সংহতি প্রকাশ করেন অবসরপ্রাপ্ত অধ্যাপক সাহিত্যিক গাজী আজিজুর রহমান, জাসদ (আম্বিয়া) জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, অ্যাড. জাফরুল্ল্যাহ ইব্রাহিম প্রমুখ।