স্টাফ রিপোর্টার: কলারোয়া সাব-রেজিষ্ট্রি অফিসে প্রকাশ্যে ঘুষ লেনদেন হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবারও রেজিষ্ট্রি অফিসের কর্মকর্তারা প্রকাশ্যে এ ঘুষ লেনদেন করেন। এসময় জনরোষে সাব-রেজিষ্ট্রার নাশতা খাওয়ার কথা বলে সটকে পড়েন। বৃহস্পতিবার বিকাল চার টার দিকে ভুক্তভোগিরা গোপনে সাব-রেজিষ্ট্রি অফিসে মোটা অংকের ঘুষ লেনদেনের ভিডিও চিত্র ধারণ করে। পরে তা স্থানীয় সাংবাদিকদের কাছে সরবারাহ করে।
এসময় সাংবাদিকরা উপজেলা সাব-রেজিষ্ট্রার সাহেদুর রহমানকে ওই ভিডিও চিত্র দেখিয়ে তার বক্তব্য জানতে চাইলে সাব-রেজিষ্ট্রার দলিল লেখা বন্ধ করে দেন। তিনি সাংবাদিকদের অপেক্ষা করতে বলেন। পরে তিনি ৫০টির মতো দলিল তার টেবিলে স্বাক্ষর না করে খাস কামরায় চলে যান ও দলিল লেখক সমিতির সভাপতি-সাধারণ সম্পাদকদের সাথে আলোচনায় বসেন। সন্ধ্যার দিকে নাশতা খাওয়ার নাম করে তিনি ৫০টির মতো দলিল রেজিস্ট্রি অসম্পন্ন রেখে চলে যান।
এ সময় সাব-রেজিষ্ট্রি অফিসের ১০-১২ জন দলিল লেখক/মুহুরী ধারনকৃত ওই ভিডিও প্রজার করলে সাংবাদিকদের জীবননাশের হুমকি প্রদান করে।
এ বিষয়ে বিস্তারিত জানার জন্য কলারোয়া সাব-রেজিষ্ট্রারের মোবাইলে বার বার চেষ্টা করা হলেও তিনি তা রিসিভ না করে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
ঘুষ ও আর্থিক দুর্নীতির বিষয়ে কলারোয়া উপজেলা নির্বাহি অফিসার মৌসুমী জেরীন কান্তা জানান, দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স, ঘুষ বানিজ্যের ভিডিও টি আপনারা উপজেলা প্রশাসন বরাবর প্রেরণ করেন তথ্য প্রমাণ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
কলারোয়া সাব-রেজিষ্ট্রি অফিসে ঘুষ লেনদেন, জনরোষে কর্মকর্তার পালায়ন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/