নিজস্ব প্রতিনিধি : উপজেলাব্যাপী অব্যাহত নদী ভাঙন ও বারবার প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়ে অর্থনৈতিকভাবে চরম ক্ষতির সম্মুখীন হওয়ার কারণে আশাশুনিকে দুর্যোগপ্রবণ এলাকা হিসেবে ঘোষণা করার দাবি জানিয়ে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম মোস্তাকিমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজার সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. সুদেষ্ণা সরকার, ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মোসলেমা খাতুন মিলি, উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন, কৃষি কর্মকর্তা রাজিবুল হাসান, প্রকল্প বাস্তবায়নে কর্মকর্তা সোহাগ খান,পানি উন্নয়ন বোর্ডের এসও গোলাম রাব্বি, ইউপি চেয়ারম্যান প্রভাষক মোনায়েম হোসেন, স ম সেলিম রেজা মিলন, ইঞ্জি. আবম মোসাদ্দেক, আবু হেনা সাকিল, শেখ জাকির হোসেন, দীপঙ্কর কুমার সরকার, আব্দুল আলিম মোল্যা, পল্লী বিদ্যুতের ডিজিএম নৃপেন্দ্র নাথ বিশ্বাস প্রমুখ। সভায় উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন নিয়ে আলোচনাসহ সকল সরকারি খাস সম্পত্তি উদ্ধার করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।
উপজেলা পরিষদের মাসিক সভায় আশাশুনিকে দুর্যোগপ্রবণ এলাকা ঘোষণা করার দাবি
https://www.facebook.com/dailysuprovatsatkhira/