Site icon suprovatsatkhira.com

আশাশুনি সদরের পূর্বপাড়ায় আরসিসি ঢালাই রাস্তার উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি : জেলা পরিষদের অর্থায়নে আশাশুনি সদরের পূর্বপাড়ায় একটি আরসিসি ঢালাই রাস্তার উদ্বোধন করা হয়েছে। সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামের নির্দেশে শুক্রবার (২ অক্টোবর) সকালে রাস্তাটির কাজের উদ্বোধন করেন পরিষদের সদস্য ও আশাশুনি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মহিতুর রহমান। ৪ লক্ষ টাকা বরাদ্দে আশাশুনি পূর্বপাড়া কিÐার গার্টেন থেকে যুবলীগ নেতা মিজানুর রহমানের বাড়ি পর্যন্ত প্রায় ২০০ ফুট রাস্তাটি নির্মাণ হলে এ রাস্তা দিয়ে আশাশুনি বালিকা বিদ্যালয় ও আশাশুনি হাসপাতালে গ্রামের মানুষ খুব সহজে যাতায়াত করতে পারবে। এ সময় মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান, যুবলীগনেতা আনিছুর রহমান বাবলা, সাবেক শ্রমিক নেতা মোছানুর রহমান খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version