নিজস্ব প্রতিনিধি : আশাশুনি উপজেলা মোটরসাইকেল চালক সমবায় সমিতি লিমিটেডের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৩ অক্টোবর) সন্ধ্যায় সমিতির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সমিতির সভাপতি মিজানুর রহমান মির্জার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ বি এম মোস্তাকিম। এ সময় তিনি বলেন, মোটরসাইকেল চালক সমবায় সমিতি আশাশুনির একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হিসেবে আমাদের দুর্গম এলাকায় সেবা দিয়ে চলেছে। এই প্রতিষ্ঠানের সুনাম অক্ষুন্ন রাখার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি মোটরসাইকেল চালক সমবায় সমিতির সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। আওয়ামী লীগ নেতা আহসানউল্লাহ আছুর পরিচালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনির সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স ম সেলিম রেজা মিলন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, ইউপি সদস্য শাহিনুর আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি আসমাউল হোসাইন, মোটরসাইকেল চালক সমিতি সমবায় সমিতির সাধারণ সম্পাদক ফেরদৌস হোসাইন, সাংবাদিক এম এম সাহেব আলী।