অক্টোবর ১৭, ২০২০
আশাশুনি থানা পুলিশের র্যালি ও সমাবেশ
নিজস্ব প্রতিনিধি : ‘নারীর প্রতি সহিংসতা নিরসনে আপনার পুলিশ আপনার পাশে’ এ ¯েøাগানকে সামনে রেখে আশাশুনিতে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় আশাশুনি থানা পুলিশের আয়োজনে কর্মসূচি পালন করা হয়। ধর্ষণ ও নারী-শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষে থানা অফিসার ইনচার্জ মো. গোলাম কবীরের সভাপতিত্বে থানা সড়কের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। এসআই হাসানুজ্জামানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিনা আক্তার সেলু, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, আওয়ামী লীগ নেতা রাজ্যেশ্বর দাস, ওহিদুল ইসলাম, মোল্যা রফিকুল ইসলাম, শ্রমিকলীগের সভাপতি ঢালী সামছুল আলম, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এসএম সাহেব আলী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সমীর রায়, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রণজিৎ বৈদ্য, আওয়ামী লীগ নেতা নারী নেত্রী শাপলা খাতুনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন- ধর্ষকেরা কোন দলের নয়, তাদের পরিচয় একটাই তারা নরপশু দেশ ও জাতির শত্রæ। তাই এদের নিবৃত্ত করতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। মহামান্য রাষ্ট্রপতি ইতোমধ্যে অধ্যাদেশ জারি করে ধর্ষকের শাস্তি মৃত্যুদÐ প্রদানের আইন করেছেন। তাই সচেতন হয়ে নারী ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে সকলের প্রতি আহŸান জানান। এর আগে একটি র্যালি থানা চত্বর থেকে শুরু হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া এদিন থানা পুলিশের আয়োজনে উপজেলার সবকটি ইউনিয়নের পুলিশিং বিটে ধর্ষণ ও নারী-শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষে অনুরুপ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 9,017,165 total views, 1,694 views today |
|
|
|