Site icon suprovatsatkhira.com

আশাশুনির বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিনিধি : ফ্রান্সে বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা:) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন ও কটূক্তির প্রতিবাদে আশাশুনির বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) জুম্মার নামাজ শেষে আশাশুনি থানা সদর জামে মসজিদ পরিচালনা কমিটির আয়োজনে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে প্রতিবাদ সমাবেশ করে। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা পরিষদ সদস্য মহিতুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক শিক্ষক মু. আসিব ইকবাল, ইমাম প্রভাষক হাফেজ বাকী বিল্লাহ, মুক্তিযোদ্ধা আব্দুল করিম, আব্দুল আজিজ, আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান প্রমুখ। একই দিন শোভনালী ইউনিয়নের গোদাড়া গ্রামে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। একই দিন বিকাল ৪টায় কুল্যা ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরীর নেতৃত্বে উপজেলার কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কুল্যার মোড় হয়ে বুধহাটা বাজারে গিয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। বক্তারা বলেন-অবিলম্বে ফ্রান্সের সকল পণ্য বর্জন করতে হবে এবং ফ্রান্স সরকার সহ যে সমস্ত নাস্তিক ও ইসলামের দুশমনরা বিশ্ব নবীর এহেন ব্যঙ্গচিত্র প্রদর্শন ও কটূক্তির সাথে জড়িত তাদের দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version