নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে দাদপুর জামিআ দারুসসুন্নাহ মাদরাসার ছাদ ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে মাদরাসার ছাদটির ঢালাই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন কুল্যা ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরী। এ সময় কুল্যা ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এস এম ওমর ছাকী পলাশ, মসজিদ কমিটির সভাপতি কামাল উদ্দিন বিশ্বাস, সাবেক মেম্বর নুর ইসলামসহ মাদরাসা ও মসজিদ কমিটির সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন। ছাদ ঢালাই কার্যক্রমের উদ্বোধনকালে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, মাদরাসার মুহতামিম হাফেজ আব্দুল হান্নান।