Site icon suprovatsatkhira.com

আশাশুনির আনুলিয়ায় মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি : আশাশুনির আনুলিয়ায় ডজন খানেক মামলার আসামি সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুসসহ ফারুক, মহিউদ্দিন, নয়ন, আছাদুল, কাটু মুক্তার, শাহাবুদ্দিন ও নূর মোহাম্মদ মেম্বরের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৩ অক্টোবর) বেলা ১১ টায় আনুলিয়ার বিছট বাজারে হাজারো নারী পুরুষের উপস্থিতিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন ইউনিয়নের সর্বস্তরের জনগণ। মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক অসীম বরণ চক্রবর্তী, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জহুরুল হক, সহ সভাপতি আছাদুল ইসলাম, ইউপি সদস্য জিয়ারুল ইসলাম, শওকত হোসেন, রফিকুল ইসলাম, আলমগীর হোসেন আলম ও সোহাগ হোসেন প্রমুখ। বক্তারা বলেন, ‘আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জামায়াত-শিবির ও বিএনপির মদদ-পুষ্ট দালালরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধার ছেলে ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটনকে উৎখাতের ষড়যন্ত্রে নেমেছে। জামায়াত-বিএনপি অধুষ্যিত আনুলিয়া ইউনিয়নে বিগত দিনে স্বাধীনতা বিরোধীরা জাতির জনক বঙ্গবন্ধুর নাম পর্যন্ত উল্লেখ করতে দেয়নি। সেই জামায়াত-বিএনপি চক্রের মদদ পেয়ে কিছু হাইব্রিড দালাল সরকার দলীয় চেয়ারম্যান লিটনের ভাবমূর্তি নষ্ট করতে মিথ্যা দুর্নীতির কথিত অভিযোগ এনে লোকালয়ে না এসে বিভিন্ন সময় কপোতাক্ষ নদীর ওয়াপদা রাস্তায় মানববন্ধন করে সাংবাদিক ও প্রশাসনের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করে যাচ্ছে। সরকারের উন্নয়নকে ত্বরান্বিত করতে যখন চেয়ারম্যান লিটন নিরলস পরিশ্রম করে যাচ্ছেন তখন এসব দালালরা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুসের এজেÐা বাস্তবায়ন করতে মরিয়া হয়ে উঠেছে। তারা আগের মত এ ইউনিয়নকে সন্ত্রাস,মাদক ও সংখ্যালঘু নির্যাতকারীদের অভয়ারণ্যে পরিণত করতে ব্যস্ত হয়েছে। সরকারের উন্নয়নকে বাঁধাদানকারী এসব দালালদের ধরে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করতে সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন বক্তারা। মানববন্ধন শেষে সহ নারী-পুরুষ তাদের গ্রেফতারের দাবিতে বিছট বাজারে প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন করেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version