নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে ২৫ কেজি হরিণের মাংসসহ দুই ব্যক্তিকে আটক করেছে থানাপুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় আশাশুনি থানার অফিসার ইনচার্জ মো.গোলাম কবিরের নেতৃত্বে এসআই হাসানুজ্জামাান,এএসআই দেবাশীষ সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় শোভনালী ইউনিয়নের কৈখালী গ্রামের জনৈক অনাথের ঘেরের সামনে থেকে এ মাংস উদ্ধার করা হয়।
এসআই হাসানুজ্জামান জানান- গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কৈখালী গ্রামের তিন রাস্তার মোড় অনাথের ঘেরের পাশ থেকে দেবহাটা উপজেলার পারুলিয়া আদর্শ গ্রামের আমির আলী গাজীর ছেলে মাংস ব্যবসায়ী নজরুল ইসলাম (২৮) ও আশাশুনি উপজেলার বসুখালী গ্রামের মৃত শের আলীর ছেলে ইউসুফ আলী (৩০) আটক করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ৫টি প্লাষ্টিকের প্যাকেটে ২৫ কেজি হরিণের মাংস জব্দ করা হয়। এ সংক্রান্তে থানায় ১১(১০)২০ মামলা রুজু করে শনিবার দুপুরে আসামীদেরকে বিচারার্থে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জব্দকৃত মাংস বিজ্ঞ আদালতের নির্দেশ অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হবে।