নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১শ’ ৪টি মÐপে সরকারি অনুদানের অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে উপজেলা সদরের দুর্গাপূজা মন্দির প্রাঙ্গণে সরকারি অনুদানের এ অর্থ বিতরণ করা হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নীলকণ্ঠ সোমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত উপহারের সরকারি অনুদানের চেক বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংসদ প্রতিনিধি শম্ভুজিৎ মন্ডল উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী। সাধারণ সম্পাদক রনজিৎ কুমার বৈদ্য’র পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, শেখ জাকির হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অধ্যা. সুবোধ চক্রবর্তী, কালিপদ রায়সহ উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন কমিটি ও পূজা মন্ডপ কমিটির সভাপতি-সম্পাদকবৃন্দ। অনুষ্ঠানে প্রত্যেক মন্ডপের জন্য সরকারিভাবে বরাদ্দ ৫শ কেজি চাউল বিক্রয়ের অর্থ মন্ডপ কমিটির প্রতিনিধির নিকট বিতরণ করা হয়। এ বছর আশাশুনি উপজেলার ১১ ইউনিয়নে ১০৪ টি মন্ডপে দুর্গোৎসব পালিত হচ্ছে।
আশাশুনিতে ১০৪ মন্ডপের সরকারি অনুদানের অর্থ বিতরণ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/