নিজস্ব প্রতিনিধি : আশাশুনি সদর ইউনিয়নে শিশু-কিশোরদের মাঝে খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (১১ অক্টোবর) সকালে সদর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে ১, ২ ও ৩ নং ওয়ার্ডের শিশু কিশোরদের হাতে এ সামগ্রী তুলে দেন সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স ম সেলিম রেজা মিলন। বিতরণ কালে শিশু-কিশোরদের উদ্দেশ্যে তিনি বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ এজন্য লেখাপড়ার পাশাপাশি শরীর ও মন ঠিক রাখার জন্য খেলাধুলার বিশেষ প্রয়োজন। তোমাদেরকে মাদক থেকে দূরে থাকতে হবে এবং মাদক মুক্ত সমাজ গড়ে তোলার অঙ্গীকার নিয়ে কাজ করতে হবে। নারী ও বয়োজ্যেষ্ঠ্যদের সম্মান করতে হবে। ইউনিয়নের প্রতিটি শিশু কিশোর বিভিন্ন অপরাধমূলক কর্মকাÐ ও মাদকের ছোবল থেকে মুক্ত হয়ে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করে সুস্থ সুন্দর জীবন গড়তে পারে সে ব্যাপারে আমি সার্বিক সহযোগিতা করবেন বলে সবাইকে আশ্বস্ত করেন। এ সময় ইউপি সদস্য ইন্দিরা মÐল, সন্তোষ মÐল, সিরাজুল ইসলাম, শাহিনুর ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।