নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে ভ্রাম্যমাণ আদালতে প্লাষ্টিক বস্তায় চাউল সংরক্ষণ করায় এক ব্যবসায়ীকে জরিমানা ও দয়ারঘাট বাইপাস সড়কে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার (০১ অক্টোবর) বিকালে উপজেলার শ্রীউলা ইউনিয়নের নাকতাড়া বাজারে আড়তদার ফজলুল করিম সানার চাউলের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা। এ সময় পাটের বস্তা ব্যবহার না করে প্লাস্টিকের বস্তায় চাউল সংরক্ষণ করায় পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ এর আওতায় দোকানদার ফজলুল করিমকে পাঁচ-শত টাকা জরিমানা করা হয়। অপরদিকে একই দিন সকালে আশাশুনি সদরের দয়ারঘাট এলাকার বাইপাস সড়কের চৌমাথায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন সুলতানা। বিজ্ঞ আদালতের নির্দেশে বাইপাস সড়কের দু’ধারে অবৈধ ভাবে গড়ে উঠা ৭ টি দোকান (টোঙ ঘর) উচ্ছেদ করা হয়েছে।