নিজস্ব প্রতিনিধি : ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে উৎপাদনশীলতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আশাশুনিতে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২০ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। কারও ভরসায় বসে না থেকে নিজেদের সম্পদের উৎপাদন বৃদ্ধিতে নানা দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা, কৃষি অফিসার রাজিবুল হাসান, প্রাণী সম্পদ অফিসার ডা. মিজানুর রহমান, সহকারী মৎস্য অফিসার মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।