নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া যুবক আশাশুনির শ্রীউলা ইউনিয়নের নাসিমাবাদ গ্রামের আব্দুস সবুরের ছেলে আব্দুস সামাদ (১৯)। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির জানান, ‘উপজেলার নাসিমাবাদ গ্রামের এক মহিলার সহায়তায় পনের বছর বয়সী স্থানীয় এক কিশোরীকে ফুসলিয়ে ও গত ২৮ সেপ্টম্বর ও ৩ অক্টোবর দুই দফায় ধর্ষণের ঘটনা ঘটায় সামাদ। এ ঘটনা প্রকাশ করলে মেরে ফেলার হুমকিও দেয় কিশোরীকে। পরে মেয়েটি তার অভিভাবককে জানালে অভিভাবকের সহায়তায় মঙ্গলবার আশাশুনি থানায় অভিযোগ দেয় কিশোরী মেয়েটি। অভিযোগের সত্যতা যাচাই করে এজাহার গ্রহণপূর্বক নিজ বাড়ি থেকে সামাদকে গ্রেপ্তার করেছে পুলিশ’।