সেপ্টেম্বর ১০, ২০২০
শ্যামনগরে ‘মানবতার ঝুড়ি’ উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি : শ্যামনগরে ভবঘুরে ব্যক্তিদের ক্ষুধা নিবারণে ব্যতিক্রম ধর্মী উদ্যোগ নিয়েছে উপজেলার শ্রেষ্ঠ যুব স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিম। বুধবার (০৯ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় মানবতার ঝুড়ি, ক্ষুধার্তের খাবার নামক কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারী। এ সময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, উদ্যোগটি খুবই মানবিক।এই ধরনের উদ্যোগ উপজেলার আরো জায়গায় নেওয়া যেতে পারে। এ সময় তিনি সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সিডিওর প্রতিষ্ঠাতা পরিচালক গাজী আল ইমরান বলেন, উপজেলা সদরে প্রতিদিন বিভিন্ন ভবঘুরে, পাগল সহ দরিদ্র ব্যক্তিদের দেখা যায়। তাদের ক্ষুধা নিবারণে আমরা ক্ষুদ্র প্রচেষ্টা হাতে নিয়েছি। স্বল্প সংখ্যক মানুষের কিছুটা হলেও ক্ষুধা নিবারণ করতে পারব। এসময় তিনি সকল শ্রেণি পেশার মানুষের সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সরদার আমজাদ হোসেন মিঠু, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মেহেদী হাসান মারুফ, রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক বিজয় মন্ডল, সিডিও ইয়ুথ টিমের সহ-সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, কোষাধ্যক্ষ জগবন্ধু কয়াল, মাহফুজ, ইমন, শাকিল সহ অনেকে। 8,953,456 total views, 9,206 views today |
|
|
|