সেপ্টেম্বর ২০, ২০২০
মারাত্মক ঝুঁকির মুখে গাবুরার দৃষ্টিনন্দন প্রকল্প
হুদা মালী, গাবুরা (শ্যামনগর) প্রতিনিধি : খোলপেটুয়া নদীর ভয়াবহ ভাঙনে মারাত্মক ঝুকিঁর মুখে রয়েছে শ্যামনগর উপজেলার গাবুরার মানুষের সুপেয় পানি সংকট নিরসনের সরকারি পুকুর দৃষ্টিনন্দন প্রকল্প। রবিবার (২০ সেপ্টেম্বর) ভোর রাতে খোলপেটুয়ার বাধ ভেঙে প্রকল্পের বাধে আঘাত হানার ফলে আংশিক ভেঙে নদীর পানিতে মিশে গেছে। স্থানীয়রা বলছেন, বিগত কয়েকমাসে ২০০ মিটার নদীর চর ভেঙ্গে সন্নিকটে আসলেও আজ দৃষ্টিনন্দনের পশ্চিম অংশের রাস্তায় ভাঙন শুরু হয়েছে। এ অবস্থায় আতঙ্কিত এলাকাবাসী অতিদ্রæত সরকারি সহযোগিতার আহŸান জানিয়েছেন। গাবুরা ইউপি চেয়ারম্যান জি, এম মাসুদুল আলম জানান, ‘ভাঙন কবলিত এলাকায় দ্রæত কাজ করার জন্য উপস্থিত আছি’। শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আ ন ম আবুজার গিফারী বলেন, ‘আপাতত জরুরীভাবে ৩ টন চাউল বাজেট করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডকেও বলে দিয়েছি। এখন দরকার কমিউনিটির স্বেচ্ছাশ্রমে দ্রæত পদক্ষেপ নেয়া’। 8,951,788 total views, 7,538 views today |
|
|
|