সেপ্টেম্বর ৬, ২০২০
ব্রহ্মরাজপুর সাকলা গেটে পানি নিষ্কাশন ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করলেন এমপি রবি
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা পৌর এলাকা ও সদরে ভারী বর্ষণে প্লাবিত এলাকার জলাবদ্ধতা দুর করতে ব্রহ্মরাজপুর ইউনিয়নের সাকলা ¯øুইচ গেট দিয়ে পাম্প মেশিনের মাধ্যমে পানি নিষ্কাশনের উদ্বোধন করা হয়েছে। রবিবার (০৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় সাতক্ষীরা পৌরসভার উদ্যোগে সদরের ব্রহ্মরাজপুর ইউনিয়নের সাকলা ¯øুইচ গেটে সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে পানি নিষ্কাশনের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় তিনি বলেন, ‘সাতক্ষীরার প্রধান সমস্যা জলাবদ্ধতা। অপরিকল্পিত মৎস্য ঘের ও অপরিকল্পিত গৃহ নির্মাণ জলাবদ্ধতার প্রধান কারণ। ক্যানেল করে বা ড্রেন করে এ পানি নিষ্কাশন সম্ভব নয়। ভারী বর্ষণে প্লাবিত এলাকার চেয়ে নদীর উচ্চতা আরো উপরে। মেশিন দিয়ে তিনদিন পানি নিষ্কাশন করার পর যদি একদিন আধা ঘণ্টা ভারী বর্ষণ হয় আগের চেয়ে পানি বেশি বৃদ্ধি পাচ্ছে। নিচু এলাকার পানি কীভাবে উঁচু নদীতে যাবে। যারা পানি নিষ্কাশনের দাবিতে আন্দোলন করছে তারা সরেজমিনে গিয়ে অবস্থাটা দেখে আসলেই বুঝবে। জলাবদ্ধতা দূরীকরণে নদী খননের বিকল্প নেই। ইছামতি, মরিচ্চাপ ও বেতনাসহ সাতক্ষীরার কয়েকটি নদী পুনঃ খনন করতে হবে। সাতক্ষীরার জন্য জননেত্রী শেখ হাসিনার দেওয়া প্রকল্প বাস্তবায়ন হলেই সাতক্ষীরার জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ।’ 8,947,587 total views, 3,337 views today |
|
|
|