সেপ্টেম্বর ১১, ২০২০
বুড়িগোয়ালিনীতে মানবতার পাঠশালার উদ্বোধন
ডেস্ক রিপোর্ট : ‘শিশুর দুটি ছোট্ট হাত, বই খাতাতেই পড়ে থাক’ এই ¯েøাগানকে সামনে নিয়ে সিডিও ইয়ুথ টিম এর উদ্যোগে শুভ উদ্বোধন হলো মানবতার পাঠশালা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় সংগঠনের কলবাড়ীস্থ প্রধান কার্যালয়ে উক্ত মানবতার পাঠশালার শুভ উদ্বোধন করেন সিডিওর প্রতিষ্ঠাতা পরিচালক ও শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান। উদ্বোধন কার্যক্রম শেষে সিডিও ইয়ুথ টিম, শ্যামনগর উপজেলা ইউনিটের সভাপতি স.ম ওসমান গনী সোহাগ এর সভাপতিত্বে প্রায় অর্ধ শতাধিক কচিকাঁচা শিশুদের নিয়ে উদ্বোধনি ক্লাসে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিডিও ইয়ুথ টিম, মুন্সিগঞ্জ কলেজ ইউনিটের সভাপতি সুমাইয়া সুলতানা ময়না, আটুলিয়া ইউনিটের সভাপতি শিরীন সীমা, বুড়িগোয়ালিনী ইউনিটের সাধারণ সম্পাদক গোপাল গাইন, বিজি কলেজ ইউনিটের সাধারণ সম্পাদক শাহআলম ইসলাম বাবু, বুড়িগোয়ালিনী ইউনিটের সাংগঠনিক সম্পাদক মামুন হোসেন মিঠু, গাবুরা ইউনিটের সাংগঠনিক সম্পাদক মো. আশিকুর রহমান, শামসুল হুদা শামীম, সাধন গাইন, রাবেয়া পারভীন প্রমুখ। 8,956,747 total views, 12,497 views today |
|
|
|