সেপ্টেম্বর ২, ২০২০
বদ্দিপুর কলোনির পানি-বন্দী মানুষের চলাচলের সুবিধার্থে পৌরসভার ফ্রি বাহন উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি : সাম্প্রতিক অতি ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় সাতক্ষীরা পৌরসভার ০৩নং ওয়ার্ডের বদ্দিপুর কলোনি এলাকার পানি-বন্দী দুর্গত মানুষের চলাচলের সুবিধার্থে পৌরসভা কর্তৃক প্রদত্ত ফ্রি বাহন উদ্বোধন করা হয়েছে। বুধবার (০২ সেপ্টেম্বর) বিকাল ০৫টায় ফ্রি বাহন উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। এসময় তিনি বলেন, ‘অতি ভারী বর্ষণে বদ্দিপুর কলোনি, পুলিন পাড়া, আলিয়া মাদ্রাসা পূর্ব পাড়া ও তালতলা ঋষি পাড়ার প্রায় ২/৩ হাজার মানুষ পানি-বন্দী হয়ে পড়েছে। ৫টি কাচা ঘর পড়ে যাওয়ায় তাদের ঘর সংস্কার বাবদ ২ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা প্রদান করা হয়েছে এবং পানি-বন্দী অসহায় পরিবারদের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। এ খাদ্য সহায়তা অব্যাহত থাকবে। জলাবদ্ধতা নিরসনে ড্রেন করে পানি নিষ্কাশন সম্ভব নয়। গত বারের মত সেচ পাম্প দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে। একদিনে সেচ পাম্প দিয়ে যে পরিমাণ পানি নিষ্কাশন করা হচ্ছে। অতি বর্ষণের ফলে এক ঘণ্টা পানি হলেই আগের চেয়ে বেশি পানি বৃদ্ধি পাচ্ছে। সাতক্ষীরা পৌরসভা সব সময় উন্নত নাগরিক সেবা দিতে প্রস্তুত আছে। স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনে মরিচ্চাপ ও বেতনা নদী আবার খনন করতে হবে।’ এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ০৩নং ওয়ার্ডের কাউন্সিলার শেখ আব্দুস সেলিম। এসময় সাতক্ষীরা পৌরসভার কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 8,957,716 total views, 13,466 views today |
|
|
|