সেপ্টেম্বর ১০, ২০২০
নারায়নপুরে জমির বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত-১
নিজস্ব প্রতিনিধি : সদর উপজেলার বল্লী ইউনিয়নের নারায়নপুর এলাকায় জায়গাজমি কেন্দ্রিক প্রতিপক্ষের হামলায় আক্তারুজ্জামান নামে একজন আহত হয়েছে। তিনি ওই এলাকার মৃত রহিম বক্সের ছেলে। মারাত্মক আহত হয়ে তিনি বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার নারায়নপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সময় আহতের ছেলে ৯৯৯-এ ফোন দিলে সাতক্ষীরা সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আহত আক্তারুজ্জামানকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আহত আক্তারুজ্জামানের ছেলে মো. আশিক হোসেন বাদী হয়ে সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, পৈতৃক জায়গাজমিকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবৎ ওই এলাকার আহম্মদ আলীর সাথে আক্তারুজ্জামানের বিরোধ চলে আসছিল। ইতিপূর্বে ওই জায়গা জমিকে কেন্দ্র করে থানায় লিখিত অভিযোগ দিয়ে উভয়পক্ষের সম্মতিতে আপোশ মীমাংসা হয়। এরপর বৃহস্পতিবার বিকেলে আক্তারুজ্জামানের ভাগের মীমাংসিত জমিতে আহম্মদ আলী ঘর নির্মাণের জন্য ভিট কাটা শুরু করে। এতে আক্তারুজ্জামান বাধা দিলে আহম্মদ আলী সহ তার স্ত্রী মোনতাজ বেগম, কন্যা নুরুন্নাহার, নাজমিনন্নাহার ও কামরুন্নাহার একত্রে আক্তারুজ্জামানের উপর লাঠিসোঁটা দিয়ে মারপিট শুরু করে। আহত আক্তারুজ্জামানের চিৎকারে তার স্ত্রী ও ছেলে-মেয়ে ঠেকাতে আসলে তাদেরকেও এলোপাথাড়ি মারপিট করে। এরপর আহতের ছেলে মো. আশিক হোসেন ৯৯৯-এ ফোন দিলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 8,953,279 total views, 9,029 views today |
|
|
|