সেপ্টেম্বর ১২, ২০২০
জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির উদ্যোগে সংবর্ধনা মতবিনিময় সভা
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকালে শহরের কামালনগরস্থ তুফান কনভেনশন সেন্টার অ্যান্ড রিসোর্টে সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি জি.এম নুর ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জনসমিতি ঢাকা’র সভাপতি এম খলিলুল্লাহ ঝড়ু। সংবর্ধনা ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, অধ্যাপক মোজাম্মেল হোসেন, কাজী শওকত হোসেন ময়না, আব্দুর রব ওয়ার্ছি, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক (উন্নয়ন) পৌর কাউন্সিলার জ্যোৎ¯œা আরা, সাংগঠনিক সম্পাদক (অধিকার) মো. কামরুজ্জামান রাসেল, যুগ্ম মহিলা সম্পাদিকা মুর্শিদা আক্তার, রেবেকা সুলতানা, অর্থ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. মুছা করিম, প্রচার সম্পাদক আশরাফুল করিম ধনি, নির্বাহী সদস্য গাজী আবুল কাশেম, মোহাম্মদ আলী সিদ্দিকী, মাস্টার রফিকুল ইসলাম, এস.এম আবুল কালাম, পৌর কাউন্সিলার শেখ শফিক উদ দৌলা সাগর, মো. আমিরুল ইসলাম মুকুল, আমিরুল হক খোকন, আবুল কালাম, মো. রেজাউল করিম, আব্দুল গফ্ফার, মো. মনিরুজ্জামান, সোহরাব বাবু, শফি আহমেদ প্রমুখ। সভায় সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির পক্ষ থেকে সাতক্ষীরা জনসমিতি ঢাকা’র নব-নির্বাচিত সভাপতি এম খলিলুল্লাহ ঝড়–কে সংবর্ধনা প্রদান করা হয়। সাতক্ষীরা জেলার উন্নয়নে জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির ২৩ দফা দাবি সাতক্ষীরা জনসমিতি ঢাকা’র নব-নির্বাচিত সভাপতি এম খলিলুল্লাহ ঝড়–র হাতে তুলে দেওয়া হয়। সাতক্ষীরা জনসমিতি ঢাকা’র সদস্যরা অনেকে সচিবসহ সরকারের বিভিন্ন দপ্তরের বড় বড় কর্মকর্তা হওয়ায় নব-নির্বাচিত সভাপতি জেলার উন্নয়নে দাবিগুলি নিয়ে সংশ্লিষ্ট মহলে কথা বলবেন বলে জানান এবং তাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। এসময় সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। 8,949,043 total views, 4,793 views today |
|
|
|